নুহ, ২২ ডিসেম্বর (হি.স.): উৎসাহ ও উদ্দীপনা অটুট কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায়। হরিয়ানায় ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিনে নুহ জেলার মালাব গ্রাম থেকে শুরু হয়েছে পদযাত্রা। ভারত জোড়ো যাত্রায় উৎসাহ ও উদ্দীপনা থাকলেও, কোভিড প্রোটোকল মেনে চলতে দেখা যায়নি কাউকেই।
বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় হাঁটেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা-সহ অনেক কংগ্রেস নেতৃত্ব। পদযাত্রায় দূরত্ববিধি মেনে চলা তো দূরের কথা, রাহুল গান্ধী, ভূপিন্দর সিং হুডা কারও মুখে মাস্ক দেখা যায়নি। রাস্তার দুই ধারে থাকা মানুষজনের মুখেও ছিল না মাস্ক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশিকাকে পুরোপুরি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এদিন পদযাত্রায় হাঁটেন রাহুলরা।