নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): বুধবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডিকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা। তিনি তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবনের আশীর্বাদ করুন।”

