তাওয়াং ইস্যুতে এবার সংসদের বাইরে বিক্ষোভ, সোনিয়ার নেতৃত্বে আন্দোলনে বিরোধীরা

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): অরুণাচল প্রদেশের তাওয়াং-এ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ ইস্যুতে ফের বিক্ষোভ দেখালেন বিরোধীরা। বুধবার সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা। সোনিয়া গান্ধীর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধীরা।

প্রতিবাদ বিক্ষোভে সামিল হন পি চিদম্বরম, কে সি বেণুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ। এদিন সকালেই বৈঠকে বসে কংগ্রেসের সংসদীয় দল। এই বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, “সরকার অনড় এবং এ নিয়ে (তাওয়াং ইস্যু) আলোচনা করছে না।” চিনের সীমান্ত লঙ্ঘন নিয়ে সরকার কেন জবাব দিচ্ছে না, তা নিয়েও সরব হয়েছেন সোনিয়া।