কাজের বিনিময়ে টাকা ! সাময়িক বরখাস্ত চিচিরগাঁও সার্কলের দুই লাটমণ্ডল

ধেমাজি (অসম), ২১ ডিসেম্বর (হি.স.) : চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ধেমাজি জেলার চিচিরগাঁও রাজস্ব সার্কলের দুই লাটমণ্ডল। বরখাস্ত লাটমণ্ডল দুজনের নাম যথাক্রমে জিতু শইকিয়া এবং মনোয়ার হুসেন।

অভিযুক্ত দুই লাটমণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে উৎকোচ দাবি করার অভিযোগ ছিল। স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে এ বিষয়ে নালিশ জানানো হয় ধেমাজির জেলাশাসককে। অভিযোগ পেযে তাৎক্ষণিক ভাবে পদক্ষেপ গ্রহণ করেন জেলাশাসক। ডিআরকে ৩/২০২১/পিটি-১ নম্বর নির্দেশিকার ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয় দুই লাটমণ্ডলকে।

বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারী অফিসার হিসেবে জেলা অতিরিক্ত জেলাশাসক যাদব পেগু এবং জেলা সহকারী কমিশনার ত্রিলিনা টাইডকে অবিলম্বে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জেলাশাসক।