চিন থেকে আসা-যাওয়া বিমান অবিলম্বে বন্ধ করা উচিত : মনীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): চিন থেকে আসা-যাওয়া বিমান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। বুধবার তিনি বলেছেন, বিশ্বে অত্যন্ত খারাপ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি।

চিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রোগীদের জায়গা হচ্ছে না হাসপাতালে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, শয্যা না পেয়ে অনেকের চিকিৎসা হচ্ছে হাসপাতালের মেঝেতে। একের পর এক রোগী দেখতে দেখতে ক্লান্ত চিকিৎসক বসে বসে ঘুমে ঢলে পড়ছেন।
এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি বলেছেন, বিশ্বে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি চিনে কী ঘটছে, তাদের স্বাস্থ্য ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে। আমি দাবি করছি, চিন থেকে আসা-যাওয়া বিমান বন্ধ করা উচিত। অন্যান্য দেশে কোভিডের প্রকোপ যেভাবে বাড়ছে তা উদ্বেগের বিষয়।