এসএসসির গ্রুপ ডি নিয়োগে টাকার লেনদেন, ইডিকে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.) : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে মোটা টাকার লেনদেন নিয়ে ইডিকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার থেকেই ইডিকে তদন্ত শুরু করতে বললেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, সাদা ওএমআর শিটে চাকরি হয়েছে। সেই শিট বিকৃত করা হয়েছে। তার আড়ালে মোটা টাকার লেনদেন হয়েছে। সেই টাকার উৎস খুঁজতে ইডি তদন্ত করবে।

এর আগে আদালতের নির্দেশেই মামলাকারী, সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিনিধিরা বৈঠক করেন। একশো ওএমআর শিটের বিকৃতি খতিয়ে দেখে মামলাকারী রিপোর্ট পেশ করেন আদালতে। সূত্রের খবর, কমিশনও ওএমআর শিটের বিকৃতির অভিযোগ মেনে নিয়েছে। আদালতের নির্দেশ, ওই একশো বিকৃত শিট কমিশনের ওয়েবসাইটে ২২ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

বিচারপতি জানতে চান, ওএমআর শিটে শূন্য থেকে কোন রহস্যে নম্বর বেড়ে ৪৩ হয়ে গেল। তিনি ব্যঙ্গের ছলে বলেন, সর্বোচ্চ নম্বর ৪৫, তাই একটু কম করে ৪৩ করা হয়েছে। মামলাকারীর আইনজীবী ফিরদোস সামিম জানান, নবম-দশমের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর ৫৫। সেখানে দেওয়া হয়েছে ৫৩। বিচারপতি বলেন, লাল, নীল, সবুজ, হলুদ সব নদী গিয়ে সাগরে পড়েছে। এই মামলার পরবর্তী শুনানি ১৩ জানুয়ারি।