অন্য দলের সাথে জোট গঠনে কংগ্রেস প্রস্তুত ঃ বীরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷  আগামী ২৮শে ডিসেম্বর কৈলাশহরে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কংগ্রেসের নির্বাচনী প্রচার৷ এজন্য দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে৷৷ আজ ঊনকোটি জেলার কৈলাশহরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি  বীরজিত সিনহা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে, আগামী ২৮ শে ডিসেম্বর শহরের উনকোটি কলাক্ষেত্রে কংগ্রেসের কর্মী সম্মেলনের মাধ্যমে কংগ্রেসের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন৷ উক্ত সভাতে উপস্থিত থাকবেন ডাক্তার অজয় কুমার (ত্রিপুরা ইনচার্জ) ও যারিতা লাইফ লাং (ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদিকা), বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের বিশিষ্ট পদাধিকারীগণ৷ কৈলাশহরের মূল দাবি এয়ারপোর্ট , রেল লাইন ও ইংলিশ মিডিয়াম কলেজ ইত্যাদি৷ এছাড়া ঐদিন অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবারও আশুরা সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় শুরু হচ্ছে সংহতি মেলা৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এবারের নির্বাচনে শাসক দলকে যেকোনো মূল্যে পরাজিত করে শাসন ক্ষমতা দখল করায় কংগ্রেস দলের মূল লক্ষ্য৷ এক্ষেত্রে জোট গঠনসহ যে যে রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তা করতে কংগ্রেস প্রস্তুত৷ তিনি এদিন বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে বলেন জনগণের কাছে ভোট চাওয়ার তাদের আর কোন অধিকার নেই৷ রাজ্যের জনগণ তাদের তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপি আইপিএফটি জোট সরকারকে পরাজিত করে নতুন সরকার গঠন করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *