গুয়াহাটি, ২১ ডিসেম্বর (হি.স.) : শীঘ্রই আরেকটি বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু হবে নিম্ন অসমের গোয়ালপাড়া জেলায়, বিধানসভায় পরিষ্কার বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ বুধবার রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন প্রদত্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, বহু বিঘা বনভূমি দখল করা হয়েছে। এবার হাইকোর্ট ওই সব জমি খালি করার নির্দেশ দিয়েছে। প্রসঙ্গক্রমে বিরোধীদের টার্গেট করে তিনি আরও বলেন, রাজ্যের বিজেপি সরকার উচ্ছেদ মহড়া চালিয়ে যাবে, এ সম্পর্কে বিতর্ক বা কোনও কথা বলার মানে নেই।
যোগ করেন, ‘আমরা থামব না, আমরা রাজ্যের পাশাপাশি বটদ্রবায় বন ও সরকারি জমি পরিষ্কার করবই।’ বলেন, ‘বটদ্রবার মতো রাজ্যের সত্রগুলি অসমিয়া জনগণের পরিচয় এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। হিন্দু হোন বা মুসলমান, সবাকেই সত্রের জমি খালি করতে হবে। আমরা সকলকে অনুরোধ করছি, দখলকৃত জমি ছেড়ে চলে যেতে, অন্যথায় আমরা সেখানে উচ্ছেদ করব,’ যোগ করেন মুখ্যমন্ত্রী।