নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): তিনটি ইউটিউব চ্যানেলকে তাঁদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মিথ্যা ও চাঞ্চল্যকর দাবি করা ও ভুয়ো খবর ছড়ানোর জন্য সতর্ক করেছে সরকার। মঙ্গলবার একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, তিনটি ইউটিউব চ্যানেল – নিউজ হেডলাইন, সরকারী আপডেট এবং আজ তক লাইভ – টিভি নিউজ চ্যানেল এবং তাঁদের নিউজ অ্যাঙ্করদের থাম্বনেইল এবং ছবি ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে যা দেখানো হচ্ছে তা সত্যি।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিযেছে, এই ইউটিউব চ্যানেলগুলি সুপ্রিম কোর্ট, ভারতের প্রধান বিচারপতি, সরকারী প্রকল্প, ইভিএম এবং কৃষি ঋণ মকুবের বিষয়ে মিথ্যা এবং চাঞ্চল্যকর দাবি ছড়িয়েছে।

