শান্তিরবাজার, ২০ ডিসেম্বর (হি. স.) : বস্ত্রশিল্পের উন্নয়নে ত্রিপুরা সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরফলে রাজ্য ও বহির্রাজ্যে ত্রিপুরার তাঁত বস্ত্রের কদর বাড়ছে। রাজ্যভিত্তিক হস্ততাঁত ও বস্ত্রমেলা আজ শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে। ওই মেলার উদ্বোধন করে হস্ততাঁত শিল্পমন্ত্রী রামপদ জমাতিয়া একথা বলেছেন।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় বস্ত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপরও সরকার গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং বক্তব্য রাখেন।
মেলায় ৫০টি স্টল খোলা হয়েছে। ১৪দিন ধরে এই মেলা চলবে। আগামী ২ জানুয়ারি রাজ্যভিত্তিক এই মেলার সমাপ্তি হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।