ত্রিপুরায় এলেন নির্বাচন কমিশনের দল, খোঁজ নিচ্ছেন ভোট প্রস্তুতি

আগরতলা, ২০ ডিসেম্বর (হি. স.) : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দুই সদস্যের এক দল ত্রিপুরায় এসেছে। প্রসঙ্গত, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের খুবই অল্প সময় বাকি রয়েছে। স্বাভাবিকভাবে ত্রিপুরায় নির্বাচন কমিশনের তত্পরতা বেড়ে গেছে। কমিশনের ওই দল নির্বাচনী ব্যয় সংক্রান্ত নির্দেশিকা নিয়েও ত্রিপুরার আধিকারিকদের সাথে আলোচনা করেছে।

মুখ্য নির্বাচন আধিকারিক কার্যালয় সুত্রে খবর, আজ কমিশনের দুই আধিকারিক ত্রিপুরায় এসেছেন। তাঁরা আগামীকাল ফিরে যাবেন। ত্রিপুরায় আসার পর থেকেই তাঁরা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দফাওয়ারী বৈঠক করেছেন। আগামীকালও তাঁরা টানা বৈঠক করবেন। সূত্রের দাবি, ত্রিপুরায় আগামী ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ওই ভোটার তালিকা প্রকাশ নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই কমিশনের ওই দুই আধিকারিক ত্রিপুরায় এসেছেন।সাথে তাঁরা, পুরনো এবং নতুন ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে কমিশন খোঁজ নিচ্ছে। সূত্রের দাবি, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ত্রিপুরায় আসবে।