দূর্ঘটনায় আহত পাঞ্চালী ভট্টাচার্যকে জিবিতে দেখতে গেলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  শনিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় রাজধানীর মন্ত্রীবাড়ি রোড এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালি ভট্টাচার্যী৷ মঙ্গলবার সকালে পাঞ্চালি ভট্টাচার্যীকে জিবি হাসপাতালে দেখতে যান উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ পাঞ্চালি ভট্টাচার্যীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে উপমুখ্যমন্ত্রী জানান বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে৷ এবং বিধানসভায়ও একই সাথে কাজ করেন৷ বিগত দিনে বহুবার সহযোগিতা করেছেন বিরোধী দলনেতা তথা প্রাপ্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাই মানিক সরকারের সহধর্মীনীর দুর্ঘটনার খবর পেয়ে তিনি জিবি হাসপাতালে দেখতে এসেছেন বলে জানান তিনি৷ পাঞ্চালি ভট্টাচার্যীর দ্রুত আরোগ্য কামনা করেন উপমুখ্যমন্ত্রী৷