নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ফের বৈঠকে বসল বিজেপির সংসদীয় দল। মঙ্গলবার সকালে বৈঠকে বসে বিজেপির সংসদীয় দল। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রহ্লাদ জোশি, অর্জুন রাম মেঘওয়াল, ভি মুরলীধরণ, ধর্মেন্দ্র প্রধান, নরেন্দ্র সিং তোমর প্রমুখ। এই বৈঠকে জি-২০ সম্মেলন-সহ নানা বিষয়ে হয়েছে আলোচনা।
কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। বৈঠকের পর জোশি বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাষ্ট্রপুঞ্জে ভারত সরকারের লেখা চিঠির প্রেক্ষিতেই আন্তর্জাতিক মিলেট ইয়ার ২০২৩ পালিত হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী দু’টি বিষয়ের কথা জানিয়েছেন। প্রথমত, আমরা বাজরার মাধ্যমে পুষ্টি অভিযানের প্রচার করতে পারি। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী আরও বলেছেন জি-২০ অতিথিদের জন্য ডিনারে বা যেখানেই সম্ভব বাজরার আইটেম রাখা যেতে পারে যাতে তাঁরা বাজরার গুরুত্ব বুঝতে পারেন।