নো কমপেনসেশন নো রেস্ট’ স্লোগানে লামডিং-হাফলং-শিলচর জাতীয় সড়ক অবরোধ আইএসএফ-এর

হাফলং (অসম), ১৯ ডিসেম্বর (হি.স.) : ‘নো কমপেনসেশন নো রেস্ট’ স্লোগানে ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা জাংশন পয়েন্ট উত্তাল করে তুলেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম, ইন্ডিজেনাস উইমেন ফোরাম সহ নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত বিভিন্ন গ্রামের বাসিন্দারা।

শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মাণকাজ করতে গিয়ে ডিমা হাসাও জেলার নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশে যে-সব গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সে-সব গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবিতে আজ সোমবার লামডিং-হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা জাংশনে সড়ক অবরোধ গড়ে তুলে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ইন্ডিজেনাস উইমেন ফোরাম এবং শতাধিক গ্রামবাসী। যার দরুন লামডিং-হাফলং-শিলচর ৫৪ নম্বর জাতীয় সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছিল।

পরে ডিমা হাসাও জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক ইবন তেরন এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করার পর বেলা দেড়টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

এদিকে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভম জানিয়েছেন, শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত এনকেসি নির্মাণ সংস্থা মহাসড়কের কাজ করতে গিয়ে ওই অংশের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের জমি ক্ষতিগ্রস্ত হয়। তার পর থেকে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ওই সব গ্রামের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসলেও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এখন পর্যন্ত ক্ষতিপূরণ মিটিয়ে দেয়নি। এমন-কি চলতি বছরের ২২ জানুয়ারি গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কনফারেন্স হল-এ জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া নিয়ে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর গত ২৬ নভেম্বর ডিমা হাসাওয়ের জেলাশাসকের অধ্যক্ষতায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের আরেক দফা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ৩০ নভেম্বরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ সব বিল ঠিকঠাক করে মিটিয়ে দেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিন্তু আজ অবধি জাতীয় সড়ক কর্তৃপক্ষ এ নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় সোমবার ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম ও ইন্ডিজেনাস উইমেন ফোরাম ও ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা সড়ক অবরোধ গড়ে তুলতে বাধ্য হয় বলে জানান ডেভিড কেভম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *