দার্জিলিং, ১৮ ডিসেম্বর (হি.স.): ফুটবল জ্বরে কাঁপছে শৈলশহর দার্জিলিং । ম্যাল চত্বর সেজে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকায়। চকবাজার থেকে চৌরাস্তা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। রয়েছে মিউজিকাল প্রোগ্রাম থেকে জায়ান্ট স্ক্রিন ।
শৈল শহরে বরাবরই ফুটবল নিয়ে আবেগ থাকে। এবারও শীতের ঠাণ্ডায় শৈলশহরে উত্তাপ বাড়িয়েছে বিশ্বকাপ ফুটবল। ম্যাল চত্বর সেজে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্সের পতাকায়। চকবাজার থেকে চৌরাস্তা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায় মুড়িয়ে ফেলা হয়েছে। মেসি, ডি’মারিয়া, আলভারেজদের পাশাপাশি এমবাপে-জিরুদের জন্যও গলা ফাটাতে তৈরি পাহাড়। ম্যালে মিউজিক্যাল প্রোগ্রাম, ফেস পেইন্টিং ছাড়াও বিশাল পর্দায় ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্র ব্যান্ডের গিটারিস্ট এবং ইভেন্টের অন্যতম উদ্যোক্তা প্রজ্ঞা লামা, জানান, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় নাম তোলার জন্য সাড়ে ছয় হাজার গিটারিস্টকে একত্রিত করার চেষ্টা করেছেন তাঁরা। যদিও শেষ পর্যন্ত ১৭০০ গিটারিস্ট উপস্থিত ছিল। দার্জিলিংয়ে এই ফুটবল উন্মাদনার সাক্ষী পর্যটকরাও। বর্ধমান থেকে আসা পর্যটক মধুরিমা ভট্টাচার্য জানান, দার্জিলিংয়ে বিশ্বকাপের উন্মাদনা অন্যরকম। তবে এবার আর্জেন্টিনা জিতবে বলে আশা প্রকাশ করেন তিনি।