ছিন্দওয়ারা সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

ভোপাল, ১৮ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে ছিন্দওয়ারায় একটি অনিয়ন্ত্রিত ডাম্পারের ধাক্কায় তিনজনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলা সদরের কাছে চন্দনগাঁওতে একটি দ্রুতগামী ডাম্পার একটি মোটরবাইকে থাকা দুই জনকে এবং একজন পথচারীকে ধাক্কা দেওয়ার পরে একটি গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার চৌহান টুইটের মাধ্যমে বলেন, ছিন্দওয়ারায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সকল আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করছি।
মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। তিনি বলেন, এই শোকের মুহুর্তে পরিবারকে একা ভাবা উচিত নয়, আমরা সবাই শোকাহত পরিবারের পাশে আছি।