শিমোগায় প্রথম জাতীয় অনূর্ধ্ব-১৫ বালিকাদের ক্রিকেটে রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। ত্রিপুরার প্রথম ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে। খেলা ২৬ ডিসেম্বর। গ্রুপে আরো চারটি দল হলো বেঙ্গল, উত্তরাখণ্ড, বিদর্ভ ও তামিলনাড়ু। বিসিসিআই আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব ১৫ এক দিবসীয় ট্রফি ২০২২-২৩ টুর্নামেন্টের জন্য ১৩ জন ক্রিকেটারকে নিয়ে দল গঠন করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে রাজ্য দলের নির্বাচিত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রথমবারের মতো গঠিত রাজ্য দলকে নেতৃত্ব দেবে অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে রয়েছে তানিয়া দেব। এছাড়া, অন্যান্য ক্রিকেটাররা হলো অঙ্কিতা তাঁতি উড়িয়া, রিফু দেববর্মা, অনিতা নোয়াতিয়া, অর্পিতা দত্ত, অর্পিতা দেবনাথ, অস্মিতা দাস, দেবী সেন, গিয়া মন্ডল, মৌমিতা সাহা, স্নিধা সরকার ও সোহাদ্রিতা দেব। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন ম্যানেজার নিবেদিতা দে, কোচ পীযূষ দেব, ট্রেইনার বাপী বিশ্বাস, ফিজিওথেরাপিস্ট মিষ্টি দেব ও অবজারভার সুজয়িতা রায়। নির্বাচিত ক্রিকেটারদের আগামী ১৯ ডিসেম্বর এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ বেঙ্গলের বিরুদ্ধে, ২৮ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে, ৩০ ডিসেম্বর। চতুর্থ ম্যাচ বিদর্ভের বিরুদ্ধে, ১ জানুয়ারি এবং পঞ্চম তথা গ্রুপ লীগের অন্তিম ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে, ৩ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *