করিমগঞ্জ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জের লাতুতে সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মালেগড় টিলায় শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আগামী ১৮ ডিসেম্বর। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নম্বর ব্যাটালিয়ন এবং অন্যতম প্রথমসারির স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের সহযোগিতায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে হাতে নেওয়া হয়েছে ব্যাপক কার্যসূচি।
অনুষ্ঠানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন জেলাশাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া, বিএসএফ-এর ১৬ নম্বর বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড নরেন্দ্রর রুরিয়া, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক তথা এএসটিসি চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, বিএসএফ এবং সিআরপিএফ-এর পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিশিষ্ট ও সাধারণ নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে এদিন সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ, সিপাহী বিদ্রোহের ১৬৪ বছর পূর্তি উপলক্ষ্যে শহিদ বেদিতে ১৬৪টি প্রদীপ প্রজ্বলন, বিএসএফ-এর গার্ড অব অনার, সর্বধর্ম প্রার্থনা সভা, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। থাকবে বিএসএফ-এর প্রদর্শনীও। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পাটকাই ট্রেকার্সের পদাধীকারীরা।

