সন্ত্রাসবাদীদের আশ্রয় ও মদত যারা দেয়, তাদের ‘উপদেশ’ দেওয়ার যোগ্যতা নেই

নিউ ইয়র্ক, ১৫ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় বুধবার পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। কোনও রাখঢাক না করেই আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানকে একেবারে তুলোধনা করা হয়েছে। যে দেশ নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের মত একজন ব্যক্তিকে আশ্রয়দান এবং প্রতিবেশী দেশের সংসদে হামলা চালানোতে মদত দেয়, তাদের রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে দাঁড়িয়ে অন্যকে উপদেশ বা জ্ঞান দেওয়ার কোনও যোগ্যতা নেই ।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, মহামারী হোক কিংবা জলবায়ু পরিবর্তন অথবা সন্ত্রাসবাদ, আমাদের এই সময়ে মূল চ্যালেঞ্জগুলির প্রতি কিভাবে কার্যকরী প্রতিক্রিয়া জানানো হচ্ছে, তার উপর রাষ্ট্রসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা নির্ভর করেছে।
তিনি আরও বলেন, “আমরা স্পষ্টতই বহুপাক্ষিকতাবাদের জরুরি আবশ্যিকতার উপর দৃষ্টিপাত করছি। স্বাভাবিকভাবেই আমাদের বিশেষ মতামত থাকবে, কিন্তু ক্রমবর্ধমান অভিন্নতাও রয়েছে, যাকে আর বিলম্বিত করা যাবে না।” বহুপাক্ষিকতাবাদ সংস্কার সংক্রান্ত আয়োজিত এক অনুষ্ঠানের সভাপতিত্ব করার সময় এই বক্তব্য তুলে ধরেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর।