বিশ্বনাথ (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : প্রতিবেশী বাড়ির গাছ কাটা দেখতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ জেলার গহপুরের হেলেম চাঁদমারি গ্রামে। মৃত ব্যক্তির নাম মোনাই গোয়ালা।
জানা গেছে, চাঁদমারির রাজেন শিকদার নামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটা দেখতে গিয়েছিলেন মোনাই। কিন্তু হঠাৎ গাছের একটি প্রকাণ্ড ডাল ভেঙে পড়ে মোনাই গোয়ালার ওপর। এতে মাথায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান মিসামারি এলাকার বাসিন্দা মোনাই।
ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় হেলেম থানার পুলিশ বাহিনী। এর পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিহালি অসামরিক হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। এদিকে মৃতের পরিবারকে সরকারিভাবে এককালীন আর্থিক সাহায্যের দাবি তোলা হয়েছে।