ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর

নয়ারহাট, ১৫ ডিসেম্বর (হি.স.) : কোচবিহার সীমান্ত থেকে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে জেলার মাথাভাঙ্গা -১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের চোঙ্গারখাতায়। মৃত ব্যক্তির নাম জানা যায়নি।

মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ একদল দুষ্কৃতী বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফ আত্মরক্ষায় তিন রাউন্ড গুলি চালায়। বিএসএফের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক চোরাচালানকারীর। বৃহস্পতিবার মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ও মাথাভাঙ্গা মহাকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে, মৃতের কাছ থেকে দুটি সিম সহ একটি মোবাইল উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।-