রঙিযা (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়া পুলিশের বৃহৎ সফলতা । দামি গাড়ি থেকে বাজেযাপ্ত ২৫ বস্তা বার্মিজ সুপারি । বুধবার গভীর রাতে রঙিয়া পুলিশ ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে দুটি বিলাসবহুল চার চাকার গাড়ি থেকে ২৫ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাছাড় জেলার শিলচর থেকে বিজনি অভিমুখী এএস ০২ এডি ০৩৩৩ নম্বরের মাহিন্দ্রা স্করপিও এবং এএস ১৯ ডি ৭৪৭৩ নম্বরের জাইলো গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১,২১৫ কিলোগ্রাম ৩০০ গ্রাম বার্মিজ সুপারি। এগুলোর বাজারমূল্য চার লক্ষাধিক টাকা হবে বলে মনে করছে পুলিশ।
অবৈধভাবে বার্মিজ সুপারি পাচারে ব্যবহৃত দুটি গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে ধৃত চার পাচারকারী যথাক্রমে চিরাঙের জেলাধীন বিজনির জাকির হুসেন ও ফরিদ আলম, ঢালিগাঁও–এর নাজির শেখ এবং বঙাইগাঁও জেলার মানিকপুর এলাকার নুরুল হক। তাদের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে

