চেন্নাই, ১৪ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর মন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়ানিধি স্ট্যালিন। বুধবার সকালে চেন্নাইয়ে, রাজভবনের দরবার হলে উদয়ানিধি স্ট্যালিনকে তামিলনাড়ুর মন্ত্রী হিসেবে পদ ও গুপ্তিবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আর এন রবি।
ডিএমকে-র যুব শাখার সচিব ও বিধায়ক উদয়ানিধি স্ট্যালিন এদিন শপথ নেওয়ার পর জানিয়েছেন, কাজের মাধ্যমে পরিবার রাজনীতি নিয়ে যে কটূক্তি হয় তার বিনাশ ঘটাবেন তিনি। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। উদয়ানিধি এদিন বলেছেন, মন্ত্রী পদকে আমি দায়িত্ব হিসেবে দেখছি, সেই দায়িত্ব পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।