রাইফেল সহ দুই চোরা শিকারি আটক

দরং, ১৪ ডিসেম্বর (হি.স.) : দরং দলগাঁও পুলিশের বৃহৎ সাফল্য । রাইফেল সহ দুই চোরা শিকারি আটক । বুধবার ভোর রাতে ওরাং রাষ্ট্রীয় উদ্যানে গন্ডার হত্যার উদ্দেশ্যে প্রবেশ করার সময়ে কাছাড়িভেটিটোপ গ্রাম থেকে দুই চোরা শিকারীকে আটক করে পুলিশ ।

পুলিশের হাতে আটক দুই চোরা শিকারী যথাক্রমে বিশ্বনাথ চারিয়ালির আব্দুল মতিন এবং নগাঁওর সামসুদ্দিন । ধৃত দুই চোরা শিকারীর কাছে থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল এর সঙ্গে ১৪ সতেজ গোলাবারুদ উদ্ধার করেছে দলগাঁও পুলিশ । তারা দুইজন ওরাং রাষ্ট্রীয় উদ্যানে গন্ডার হত্যার উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *