হাবড়ার রেলবস্তিতে আগুন, ট্রেন বন্ধ থাকায় অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.) : হাবড়ার রেলবস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার দীর্ঘ সমর বন্ধ থাকে বনগাঁ-শিয়ালদহ শাখার রেল পরিষেবা। এর জেরে অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগে পড়েন।

প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তারপরেও অগ্নিদ্বগ্ধ বাড়িগুলি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খুবই ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। অনেকটা দূর থেকে তাদের আগুন নেভানোর কাজ করতে হওয়ায় সমস্যা তৈরি হয়।

এদিনের অগ্নিকাণ্ডের কারণে শিয়ালদা–বনগাঁ রেল শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাবড়ার পুরপ্রধান নারায়ণ সাহা। তিনি ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা জানান, মোট ৫০টি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০টি ঝুপড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের স্থানীয় হাবড়া মডেল হাই স্কুল এবং কামিনী কুমার বালিকা বিদ্যালয় থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ঘটনাস্থলে আসবেন হাওড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

প্রায় আড়াই ঘন্টা পর ৬:৫০ মিনিটে প্রথম আপ লাইন দিয়ে ট্রেন চালানো সম্ভব হয়। ডাউন ট্রেন ৭টা পর্যন্ত চালানো সম্ভব হয়নি বলে রেল সূত্রে খবর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রেললাইন সংলগ্ন এলাকায় আগুন লাাগায় ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। আগুন পুরো নিয়ন্ত্রণে এলে রেল চলাচল স্বাভাবিক হয়। দমকলের তরফে আগুন নেভানোর কাজে জোর দেওয়া হয়।