নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে স্কুলছাত্রীকে অ্যাসিড হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করলে জাতীয় মহিলা কমিশন। একইসঙ্গে এই ঘটনায় দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, হামলাকারীদের ধরতে ও কঠোর শাস্তি দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়েছে দিল্লি মহিলা কমিশন।
দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় বুধবার সকালে ঘটনাটি ঘটে। দুই যুবক বাইক চেপে ১৭ বছর বয়সি ওই কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কমিশনের একটি টিম বিষয়টি তদন্ত করতে এবং ওই ছাত্রীকে সম্ভাব্য সমস্ত ধরনের সহায়তা দিতে হাসপাতালে পৌঁছবে।
দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেছেন, আমরা ওই ছাত্রী ও তাঁর পরিবারকে সাহায্য করছি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল অ্যাসিডের খুচরা বিক্রি কেন নিষিদ্ধ করা হচ্ছে না, একাধিক নোটিশের পরেও।