মরিয়নি (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : মরিয়নিতে ভাইয়ের সামনে হাতির হামলায় মৃত্যু ছোট বোনের। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন মা। চা গাছের নীচে লুকিয়ে কোনওরকম প্রাণরক্ষা ভাইয়ের।
প্রাপ্ত খবরে প্রকাশ, আজ মঙ্গলবার ভোররাতে মরিয়নির বিজয়পুরে গিবন অভয়ারণ্য থেকে বুনো হাতির পাল এসে হানা দিয়ে ব্যাপক উপদ্ৰব চালায়৷ হাতির দল হানা দিয়েছে শুনে পিতৃহারা বিশাল গগৈ তার মা লক্ষ্মীমাই গগৈ এবং ছোট বোন নবম শ্ৰেণির ছাত্রী বরষাকে সঙ্গে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর থেকে বেরিয়েছিলেন। তখনই চা গাছের ঝোপ থেকে একটি হাতি এসে তাদের ওপর হামলা চালায়। হাতিটি কিশোরী বরষাকে তার শূড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে ফেলে। মেয়েকে রক্ষা করতে গেলে তার মাকে পা দিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেল হাতিটি। এদিকে মা ও বোনের ওপর হাতিটি হামলা চালিয়েছে দেখে, চা গাছের নীচে গিয়ে আত্মরক্ষা করে বিশাল।
নিহত বরষা মরিয়নি জঙ্গল ব্লক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্ৰী ছিল৷ বুনো হাতির আক্ৰমণে আহত লক্ষ্মীমাই গগৈকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷