নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদে বিক্ষোভ দেখানোর জন্য কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অধিবেশনের কাজ ব্যাহত হওয়ায় কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেছেন, কংগ্রেসের উদ্বেগ কেন এত তা আমি বেশ ভালই বুঝি।
তিনি বলেছেন, “যদি তাঁরা অধিবেশন চলতে দিতেন, তাহলে আমি সংসদে দাঁড়িয়ে উত্তর দিতাম যে, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবর্ষে রাজীব গান্ধী ফাউন্ডেশন ১ কোটি ৩৫ লক্ষ টাকা অনুদান হিসাবে চিন দূতাবাস থেকে পেয়েছে। যা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ)-এ নীতির পরিপন্থী। তাই আইন মেনেই ওই সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।’’
প্রসঙ্গত, দু’মাস আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে তৈরি ফাউন্ডেশন, যাঁর প্রধান তাঁর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, সেই প্রতিষ্ঠানের নথিভুক্তি (রেজিস্ট্রেশন) বাতিল করা হয়েছে।

