নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ ডিসেম্বর৷৷ রাতের অন্ধকারে দুষৃকতিকারীরা এক কৃষকের কৃষি ক্ষেত কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়৷ দুষৃকতিকারীদের এহেনু কর্মকান্ডে ওই কৃষক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন মধ্যকৃষ্ণপুর বালুছড়া এলাকায় শনিবার রাতে৷ জানা যায়, অন্যান্য দিনের মত গতকাল অর্থাৎ শনিবার দিনও বালুছড়া এলাকার কৃষক সুবোধ দাস তার কৃষি ক্ষেতের পরিচর্যা শেষে বাড়ি ফিরে যায় শনিবার বিকেল নাগাদ৷ কিন্তু, রবিবার সকালবেলায় যখন ওই কৃষক আবার তার ক্ষেতে কাজ করার জন্য আসে৷ তখন উনি প্রত্যক্ষ করতে পারে তার সাড়ে তিন কানি এলাকা জুড়ে ফলানো টমেটো, মরিচ, সিম সহ বিভিন্ন ফসলের ক্ষেতগুলি কে বা কাহারা কেটে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গে ওই কৃষকের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ ওই কৃষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করে জানায়, একই এলাকার বাসিন্দা তিনজনের সঙ্গে তার একটি জমি সংক্রান্ত বিবাদ রয়েছে৷ তার প্রাথমিকভাবে সন্দেহ এর, জের ধরেই এদের মধ্য থেকেই কেউ এই ঘটনা সংঘটিত করেছে৷ কিন্তু কে বা কার এই ঘটনা সংঘটিত করেছে এটা স্পষ্টভাবে বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়েই৷ ওই কৃষক আরো জানায় দুষৃকতীরা তার প্রায় ৩ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি করেছে এবং এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানায়৷ জীবন জীবিকা নির্বাহের একমাত্র সম্বলটুকুতে দুষৃকতি কর্তৃক এহেনু ঘটনা সংগঠিত হওয়ায় বর্তমানে বিশাল ক্ষতির সম্মুখীন ওই কৃষক৷
2022-12-11

