নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): আগামী ১১ ডিসেম্বর, রবিবার মহারাষ্ট্র ও গোয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন মহারাষ্ট্রের নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নাগপুর মেট্রোর প্রথম পর্বের সূচনা করবেন এবং গোয়াতে মোপা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন। এখানেই শেষ নয়, গোয়ায় তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট হল-গোয়ার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, গাজিয়াবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন এবং দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি।
রবিবার সকাল দশটা নাগপুর রেল স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। ফ্রিডম পার্ক মেট্রো স্টেশন থেকে খাপরি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করবেন মোদী, যেখানে তিনি নাগপুর মেট্রোর প্রথম পর্বের সূচনা করবেন। একইসঙ্গে ‘নাগপুর মেট্রোর ফেজ-২’-এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন মোদী। তিনি এইমস নাগপুরও দেশকে উৎসর্গ করবেন। নাগপুরে ১৫০০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এবং দেশকে উৎসর্গ করবেন। তিনি নাগপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়ান হেলথ এবং নাগ নদী দূষণ কমানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।
মহারাষ্ট্রের পর প্রধানমন্ত্রী যাবেন গোয়ায়। ১১ ডিসেম্বর, রবিবার তিনটি জাতীয় আয়ুষ ইনস্টিটিউট দেশকে উৎসর্গ করার পাশাপাশি নবম বিশ্ব আয়ুর্বেদ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের পাশাপাশি গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।