সাংবাদিকের পিতৃ বিয়োগে টিডব্লিউজেএর শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ সাংবাদিক প্রণব চক্রবর্তীর পিতা অসিত বরণ চক্রবর্তী শুক্রবার সন্ধ্যা ৫.১০ মিনিটে বাধারঘাটস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সহ  অসংখ্য গুণমুগ্দ আত্মীয় পরিজন রেখে গেছেন৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হচ্ছে ও শোকস্তব্ধ আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে৷
প্রসঙ্গত: অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক দিলীপ ঘোষ সন্যাস গ্রহন করার পর ক্যাম্পের বাজারের কাছে একটি আশ্রমে চলে যান এবং আশ্রমবাসী হয়ে ঈশ্বর আরাধনায় ব্রতী হন৷ তাঁর নতুন নামকরণ হয় ত্রিকাল ব্রহ্মচারী৷ সেখানে এক অশুভ শক্তি তাঁকে আশ্রম থেকে উচ্ছেদ করতে গভীর ষড়যন্ত্র করে৷ এক সময় তাঁর প্রাণ সংশয় হয়ে যায়৷ তখন প্রনব চক্রবর্তীর বাবা ঘটনা জানতে পেরে ত্রিকাল ব্রহ্মচারীকে সেখান থেকে উদ্ধার করে বাধারঘাটে একটি আশ্রম প্রতিষ্ঠার ব্যবস্থা করে ভজন পূজনের সুযোগ করে দেন৷  রাম ঠাকুর কলেজে যাবার পথে বাঁ দিকে এই আশ্রমটি অবস্থিত৷ ২/৩ তলা পাকা মন্দির৷ বর্তমানে প্রতিদিন অসংখ্য মানুষ এই মন্দিরে যান ত্রিকাল ব্রহ্মচারী বাবার আশীর্বাদ নিতে এবং প্রবচন শুনতে৷ মন্দির সম্প্রসারনে প্রনব  চক্রবর্তীর বাবার বড় অবদান ছিল৷ তিনি বাধারঘাট এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং একসময় পঞ্চায়েত প্রধান ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *