নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোনিয়ার দীর্ঘায়ু ও সুস্থতাও কামনা করেছেন প্রধানমন্ত্রী। ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন, এবার ৭৬ বছর বয়স হল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর।শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতার জন্য প্রার্থনা করছি। দু”জন দুই রাজনৈতিক মতাদর্শের হলেও, সোনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কখনও ভোলেন না প্রধানমন্ত্রী। প্রতিবছরই সোনিয়াকে জন্মদিনের শুভকামনা জানান মোদী।
2022-12-09