নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে ১০৩২৩ শিক্ষকদের শিক্ষকতায় পুনর্বহাল করার মানবিক আবেদন নিয়ে শুক্রবার মানব বন্ধনের ডাক দেয় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩৷ সেই মোতাবেক এদিন সার্কিট হাউস এলাকায় রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে মানব বন্ধনে সামিল হয় চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷ মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার সদস্যদের কাছে এই ক্ষেত্রে মানবিক আবেদন জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩৷ এদিন কর্মসূচী সম্পর্কে জানাতে গিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০৩২৩-র নেতা কমল দে জানান মুখ্যমন্ত্রী প্রথম পর্যায়ে ১০৩২৩-র বিষয় নিয়ে লিগ্যাল এডভাইজারদের সঙ্গে বৈঠক করেছেন৷ দ্বিতীয় পর্যায়ের বৈঠক করতে পারেননি বিভিন্ন ব্যস্ততার জন্য৷ এদিনের মানব বন্ধনের মাধ্যমে শেষবারের মত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠকে বসে প্রতিশ্রুতি মোতাবেক সমস্যা সমাধান করার জন্য৷ আর টি আই এবং পেরা ১০৭ কে মান্যতা দিয়ে তাদের বিদ্যালয়মুখি করার আহ্বান জানান তারা৷
2022-12-09

