কলেজিয়াম বৈঠকের কার্যবিবরণী মিলবে না তথ্যের অধিকার আইনে : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): বিচারপতি নিয়োগ সংক্রান্ত কলেজিয়ামের বৈঠকের তথ্য চেয়ে তথ্যের অধিকার আইনে করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি এম আর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ শুক্রবার এই রায় ঘোষণা করে বলেছে, ‘একাধিক সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত সম্ভাব্য সিদ্ধান্ত জনসমক্ষে আনা যায় না।’

প্রসঙ্গত, ওই মামলার শুনানিতে আবেদনকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ এর আগে অভিযোগ করেন, ২০১৮ সালের ১২ ডিসেম্বরের ওই কলেজিয়াম সভার কার্যবিবরণীর তথ্য প্রকাশের বিষয়ে প্রত্যাশিত স্বচ্ছতা দেখা যাচ্ছে না। গত শনিবার শুনানি শেষের পর রায় সংরক্ষিত রাখা হয়। শুক্রবার ঘোষিত হল কলেজিয়াম বৈঠকের তথ্য চাওয়ার আবেদন খারিজের রায়। এদিন আলোচ্যসূচির একটি অনুলিপি, সিদ্ধান্তের একটি অনুলিপি এবং ২০১৮ সালের কলেজিয়াম সভার রেজোলিউশনের একটি অনুলিপি চাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালত।