প্রাইজমানি ভলিবল শুরু আজ
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।
প্রাইজমানি দিবা-রাত্রী ভলিবল প্রতিযোগিতা শুরু আজ থেকে। পঞ্চম বর্ষ মনমোহন স্মৃতি ওই আসর চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। খেলা হবে মহাত্মা গান্ধী স্কুলে। এবারের আসরে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। আজ উদ্বোধনী ম্যাচে খেলবে অরবিন্দ সঙ্ঘ এবং হোলিক্রশ কলেজ। বিকেল ৪ টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপরই শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পিকার রতন চক্রবর্তী, মেয়র দীপক মজুমদার, পশ্চিম জিলার জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত এবং রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি তথা উদ্যোক্তা কমিটির চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে ৮ জন প্রবীন ক্রীড়াবিদ এবং সংগঠককে সংবর্ধনা জানানো হবে। এছাড়া আসরে অংশ নেওয়া ১০ দলকে হিরো মোটর্সের পক্ষ থেকে জার্সি প্রদান করা হবে। পঞ্চম বর্ষ এবারের আসরকে জনপ্রিয় করে তুলতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসাবে ২৭ নভেম্বর হয়েছিলো ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতা। তবে এবারের আসরকে বানচান করতে একটি কুচক্র উঠে পড়ে লেগেছিলেন বলে বিশ্বস্ত সূত্রে খবর। তারপরই উদ্যোক্তাদের অদম্য ইচ্ছাশক্তিকে আটকাতে পারেননি। এম এম বি-র সহযোগিতায় এবং মহাত্মা গান্ধী প্লে সেন্টারের উদ্যোগে আসরকে স্মরণীয় করে রাখতে যাবতীয় প্রস্তুত নেওয়া হয়ে গেছে। উদ্যোক্তা কমিটির সচিব ভবতোষ দাস জানান, প্রাইজমানি ভলিবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ দেওয়া হবে যথাক্রমে ৩০ এবং ২০ হাজার টাকা। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৩ হাজার টাকা। শুধু তাই নয়, স্কুলের খেলোয়াড়দের কথা মাথায় রেখে মহাত্মা গান্ধী স্কুলের দেওয়া হবে ক্রীড়া সামগ্রী। এবং ওই স্কুল তেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য পাওয়া ছাত্র-ছাত্রীদেরও সংবর্ধনা জানানো হবে সমাপ্তি অনুষ্ঠানে। প্রসঙ্গত: এবারের আসরের উদ্যোক্তা মহাত্মা গান্ধী প্লে সেন্টার। ওই প্লে সেন্টারের কর্তারা আপ্রাণ চেষ্টা করছেন আসরকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, বিধায়ক রেবতি মোহন দাস, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা এবং রাজ্য জিমন্যাস্টিক্স সংস্থার সভাপতি তথা উদ্যোক্তা কমিটির চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য।