অভিমান ভুলে ঘরে ফিরলেন শিবপাল যাদব, সপার সঙ্গে মিশে গেল প্রগতিশীল সপা(লোহিয়া)

লখনউ , ৮ ডিসেম্বর (হি. স.) : বৃহস্পতিবার মৈনপুরী লোকসভা কেন্দ্রে দুর্দান্ত ফলাফলের মধ্যে, অতীতের সব দ্বন্দ্ব মিটিয়ে সমাজবাদী পার্টিতে ফিরলেন শিবপাল যাদব। ভাইপোর সঙ্গে মতানৈক্যের জেরে সমাজবাদী পার্টি ছেড়ে নিজের পৃথক দল গঠন করেছিলেন তিনি। অতীতের সব দ্বন্দ্ব মিটিয়ে শিবপাল ঘরে ফেরায় সমাজবাদী পার্টির সঙ্গে মিশে গেল তাঁর প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দল ।

২০১৮ সালে ভাইপো অখিলেশ যাদবের সঙ্গে দল পরিচালনার বিষয়ে মতানৈক্য হয়েছিল শিবপাল যাদবের। সেই সময় তিনি সপা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। ২০১৮ সালের ২৯ অগস্ট নিজের পৃথক দল গড়েছিলেন তিনি। প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দলকে নির্বাচন রাজনৈতিক দল হিসেবে কমিশনে নথিভুক্তও করেছিলেন। লখনউয়ে দলের সদর দফতর স্থাপন করেছিলেন।গত কয়েকদিন ধরেই, বিশেষ করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর থেকে একটু একটু করে তাঁর সপায় প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলেছিল। মুলায়ম সিং যাদবের মৃত্যুতেই মৈনপুরী লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। সপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। ডিম্পলের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল অখিলেশকে। নির্বাচনে দুর্দান্ত জয় পেতে চলেছেন ডিম্পল। গণনা এখনও চলছে, ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে আছেন তিনি।

বৃহস্পতিবার, ডিম্পল যাদব ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে যাওয়ার পরই, শিবপাল যাদব মৈনপুরীতে মুলায়ম সিং যাদবের স্মৃতি সৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “উপনির্বাচনে গোটা পরিবার ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। তাই আমরা বিরাট জয় পেতে চলেছি। এর রের সমস্ত নির্বাচনে যাদব পরিবার ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।”

তাঁর নিজ বিধানসভা কেন্দ্র যশবন্ত নগরও, মৈনপুরী লোকসভা কেন্দ্রের মধ্যেই অবস্থিত। এর আগে মুলায়ম সিং যাদব যশবন্ত নগর থেকেই ৯০,০০০-এর বেশি ভোটে এগিয়ে ছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি করেছেন শিবপাল। তাঁর মতে মুলায়মের ভাবনা-চিন্তা এবং তাঁর উন্নয়নের কাজের জন্য়ই যশবন্ত নগর সপা প্রার্থীকে দুইহাতে আশীর্বাদ করেছে। তিনি বলেন, “নেতাজির (মুলায়ম সিং যাদব) জলওয়া এখনও চলছে। মৈনপুরীতে আমরা ২ লক্ষের বেশি ভোটে জিতব।”