BRAKING NEWS

লিগ ফুটবল : বিদেশীর হ্যাটট্রিকের সৌজন্যে

টাউনকে গোলের মালা এগিয়ে চলো’র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।।

এক দুইবার নয়। দ্বিতায়ার্ধে ৬ বার জাল কাপলো টাউন ক্লাবের। টি এফ এ পরিচালিত ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। বৃহস্পতিবার উমাকান্ত ময়দানে হয় ম্যাচটি। ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘ ৭-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে টাউন ক্লাবকে। ধার,ভার এবং শক্তি-‌ তিন বিভাগেই অনেকটা এগিয়ে থেকে মাঠে নামে মেলারমাঠের ওই ক্লাবের ফুটবলাররা। তবে টাউন ক্লাব ও প্রথমার্ধে ছেড়ে কথা বলে নি তাদের। প্রথমার্ধে নিজেদের সাধ্য অনুযায়ী এগিয়ে চলোকে কড়া চ্যালেঞ্জ জানায় টাউন ক্লাবের ফুটবলাররা। তবে এই অর্ধে শুরুতেই একটি গোল আদায় করে নেয় সংঘের বিদেশি অ্যারিস্টাইড। প্রথমার্ধে এগিয়ে চলো সংঘের প্রাপ্তি বলতে এই একটা গোলই। তবে টাউন ক্লাবের ফুটবলাররা যদি সুযোগ নষ্ট না করতেন তাহলে কম করে তিনবার শিল্ড জয়ী দলের জাল নাড়াতে পারতেন। ১-০ তে যবনিকা ঘটলো প্রথমার্ধের। বিরতির পর ফের শুরু হলো ম্যাচ। তখনই দমের অভাব দেখা যায় রাজু লামা-‌র দলের ফুটবলারদের। ওই সুযোগটা পুরো কাজে লাগান এগিয়ে চলোর ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে এগিয়ে চলো শিবিরকে সম্পুর্ন ভিন্ন মুডে দেখা গেল। একের পর এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলো শিবির রীতিমতো ব্যাতিব্যস্ত করে তোলে টাউন ক্লাবকে। একে একে অ্যারিস্টাইড নিজের হ্যাট্রিক সহ চার গোল আদায় করে নেন। এছাড়া বাকি তিনটি গোল করে অপর বিদেশি মোস্তাফা, পারভেজ ভুঁইয়া এবং কাগলি অনল। সাত গোল হজম করে পাল্টা একটি গোল ও পরিশোধ করতে পারে নি টাউন ক্লাব। সুবাদে বড় ব্যবধানে জয় হাসিল করে মাঠ ছাড়লো এগিয়ে চলো সংঘ। প্রথম ম্যাচে পযেন্ট ভাগ করার পর এদিনের জয় মনোবল বাড়ালো এগিয়ে চলোর ফুটবলারদের। ম্যাচটি পরিচালনা করলেন জুনিয়র রেফারি বিশ্বজিৎ সাহা। ম্যাচের সেরা ফুটবলার হলেন এগিয়ে চলো সংঘের বিদেশি মোস্তাফা। তাঁর হাতে ৫০০ টাকার আর্থিক পুরস্কার তুলে দিলেন প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *