উপনির্বাচন: ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী

কাঙ্কের/রায়পুর, ৮ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সাবিত্রী মান্ডবী। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ব্রহ্মানন্দ নেতাম।

রিটার্নিং অফিসারের মতে, তৃতীয় দফা গণনা শেষ হওয়ার পরে, কংগ্রেস প্রার্থী ৯৫৯২ ভোট, বিজেপি প্রার্থী ৪৩৯ এবং নির্দল প্রার্থী আকবর কোররাম ৪৯৯৬ ভোট পেয়েছেন।

কংগ্রেস বিধায়ক মনোজ মান্ডবীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। কংগ্রেস এই আসন থেকে প্রয়াত মনোজ মাণ্ডবীর স্ত্রী সাবিত্রী মান্ডবীকে প্রার্থী করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *