নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : ভারত সফরে আসছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। ব্যবসায়িক কাজে চলতি ডিসেম্বরে মাসে তাঁর ভারতে আসার কথা রয়েছে।
মুম্বইয়ের রিয়েল এস্টেট সংস্থা ট্রিবেকা ডেভেলপারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছে ট্রাম্প পুত্রের সংস্থা। ভারত সফরে এসে সেই সংস্থার বাণিজ্যিক সম্প্রসারণের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। নিজেদের ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল প্রকল্পগুলি তৈরি করতে লোধা গ্রুপ-সহ স্থানীয় ডেভলপারদের সঙ্গে চুক্তি করেছে ট্রাম্প পুত্রের সংস্থাটি। এখনও পর্যন্ত, চারটি বিলাসবহুল আবাসন প্রকল্প ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। যার মধ্যে পুনের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
ডোনাল ট্রাম্প জুনিয়রের ভারত সফর নিয়ে ট্রাইবেকা ডেভেলপারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রাইবেকা ডেভেলপারদের ১০ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই মাসে ভারতে আসবেন বলে আশা করা হচ্ছে।’ ডোনাল ট্রাম্প জুনিয়র এবং ট্রিবেকা ডেভেলপারস-এর প্রতিষ্ঠাতা কল্পেশ মেহতা যৌথভাবে ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করতে পারেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।