কোচবিহার ট্রফি তামিলনাড়ুর কাছে ইনিংসে হেরে বিদায় ত্রিপুরার

তামিলনাড়ু-‌৪৬৭/‌৮

ত্রিপুরা-‌১৫০ &‌ ১৫০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।প্রত্যাশিতভাবে হারলো ত্রিপুরা। ইনিংস এবং ১৬৭ রানে। তামিলনাড়ুর বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটের শেষ ম্যাচে। আই সি এল শঙ্কর নগর মাঠে তৃতীয় দিনের শেষেই পরাজয নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। দেখার ছিলো শেষ দিনে কতক্ষণ লড়াই করতে পারে। ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিক যতক্ষণ ক্রীজে ছিলেন ততক্ষণ লড়াই ছিলো। কিন্তু  আনন্দ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। শেষের দিকের ব্যাটসম্যানরা ২২ গজে দঁাড়াতেই পারেননি কার্যত। ম্যাচ থেকে বোনাস পয়েন্ট নিয়ে জয় পেয়ে নকআউটে পৌছে গেলো তামিলনাড়ু। নকআউটে খেলার স্বপ্মন অধরা রয়ে গেলো ত্রিপুরা। আসরের প্রথম এবং শেষ ম্যাচে পরাজিত হলো ত্রিপুরা। তৃতীয় দিনের ৩ উইকেটে ৭১ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরা এদিন আরও ৭৯ রান যোগ করার ফঁাকে শেষ ৭ টি উইকেট হারায়। ‘‌বুধির দূর্গে একা কুম্ভ’ হয়ে এদিন লড়াই করলেন দলনায়ক আনন্দ।ত্রিপুরা দলের অধিনায়কটি ১৪২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬৯ রান করেন। এছাড়া রাজদ্বীপ দত্ত ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান এদিন দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ত্রিপুরা ৭০.‌৩ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান করে। তামিলনাড়ুর প৭ আকাশ দেব কুমার (‌৩/‌১২), পি ভিগনেশ (‌৩/‌২৭) এবং সি ভি অচ্যুৎ (‌৩/‌৪৭) সফল বোলার। প্রসঙ্গত:‌ তামিলনাড়ুর গড়া ৪৬৭ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে ১৫০ রান করেছিলো। আসরে ১৩ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করলো ত্রিপুরা। ‌‌‌‌