ভোট দিলেন প্রধানমন্ত্রীর ভাই সোমাভাই, নরেন্দ্রর জন্য হয়ে পড়লেন আবেগতাড়িত

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই সোমাভাই মোদী। ভোট দিতে সোমবার সকালে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন প্রধানমন্ত্রী মোদীর ভাই। ভোট দেওয়ার পর তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। বলেন, দেশের জন্য প্রচুর কাজ করেছে নরেন্দ্র, তাঁরও বিশ্রাম দরকার।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই সোমাভাই মোদী বলেন, ২০১৪ সালের পর কেন্দ্রীয় সরকার যে ধরনের কাজ করেছে মানুষ তা উপেক্ষা করতে পারে না। আমি তাঁকে (প্রধানমন্ত্রী মোদী) বলেছি, যে তিনি দেশের জন্য অনেক কাজ করছেন, তাঁরও একটু বিশ্রাম নেওয়া উচিত।