কলকাতার তাপমাত্রা নীচের দিকেই, উত্তুরে হাওয়ার দাপটে শীতের দাপট বাড়ল দক্ষিণবঙ্গে

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): উত্তুরে হাওয়ার দাপটে শীতের আমেজ অনেকটাই বেড়েছে দক্ষিণবঙ্গে, ভোর ও রাতের দিকে ঠান্ডার শিরশিরানি ভাব ভালই মালুম হচ্ছে। কলকাতার তাপমাত্রা আপাতত নীচের দিকেই, তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতার পাশাপাশি জেলাতেও হিমেল আমেজ টের পাওয়া যাচ্ছে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাও দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় উত্তুরে হাওয়ার আগমণে কোনও ব্যাঘাত ঘটছে না, তাই শীতের শিরশিরানি বেশ ভালোই মালুম হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি।