গুজরাট ভোটপর্ব : বেলা এগারোটা অবধি ভোটের হার ১৯.১৭ শতাংশ

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গণতন্ত্রের উৎসবে মেতে উঠেছে গুজরাট। সোমবার সকাল আটটা থেকে গুজরাটে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনে চলছে ভোটগ্রহণ, এই দফায় ভাগ্যপরীক্ষা হচ্ছে মোট ৮৩৩ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে, শেষ হবে বিকেল পাঁচটা নাগাদ।

প্রথম একঘন্টায় অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত গুজরাটে ভোটের হার ছিল ৪.৭৫ শতাংশ, সর্বাধিক ভোট পড়েছিল গান্ধীনগরে, সেখানে ভোটের হার ছিল ৭ শতাংশের বেশি। বেলা এগারোটা নাগাদ ভোটের হার বেড়ে হয়েছে ১৯.১৭ শতাংশ।