কালিয়াচক, ৫ ডিসেম্বর (হি.স.) : মালদার কালিয়াচকে উদ্ধার তাজা বোমা। সোমবার ৯টি তাজা কৌটো বোমা উদ্ধার হয়।পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খাস চাঁদপুর চামার ঘাটে পাগলা নদীর ধারে ঝোপ থেকে ৯টি তাজা কৌটো বোমা উদ্ধার হয়। বম্ব স্কোয়াড এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তবে বোমাগুলি কে বা কারা নদীর ধারে রেখে গিয়েছিল, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।
জানা গিয়েছে, একটি প্লাস্টিকের রংয়ের বালতিতে বোমাগুলি রাখা ছিল। পুলিশের একাংশের অনুমান, বোমাগুলি কারোর বাড়িতে মজুত রাখা হয়েছিল। কিন্তু পুলিশের ভয়ে দুষ্কৃতীরা বোমাগুলি নদীর ধারে ঝোপে ফেলে দিয়ে পালিয়ে গিয়েছে। বম্ব স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করেছে।