উত্তরপ্রদেশের ৭১টি জেলায় জিএসটি কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযান

লখনউ, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের ৭১টি জেলায় রাজ্য জিএসটি-র ২৪৮ টি দল কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযান চালায়।

সূত্র জানায়, প্রতিটি দলে পাঁচ থেকে ১০ জন আধিকারিক রয়েছেন। রাজ্য জিএসটি সদর দফতর ক্রমাগত পুরো অভিযানের উপর পর্যবেক্ষণ করছে। রাজ্যের জিএসটি কমিশনাররা প্রতি মুহূর্তে পদক্ষেপের তথ্য নিচ্ছেন।
দফতর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলার ব্যবসায়ীরা বিল ছাড়াই পণ্য বিক্রি করে মোটা অঙ্কের কর ফাঁকি দিচ্ছেন বলে প্রতিনিয়ত তথ্য পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে এসজিএসটি-এর ২৪৮ টি দল ৭১ টি জেলায় একযোগে অভিযান চালায়।