আগরতলা, ৫ ডিসেম্বর (হি. স.) : গুণগত শিক্ষা সম্প্রসারণের জন্য ত্রিপুরায় ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুল স্থাপন করা হচ্ছে। আজ সোমবার দক্ষিণ জেলায় শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনুতে জেলা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের (ডায়েট) নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
তাঁর দাবি, ত্রিপুরায় গুণগত শিক্ষার প্রসার ও উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তুলতে সৰ্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী এদিন শান্তিরবাজার মহকুমায় শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও পশ্চিম বকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই ২টি বিদ্যালয়ই বিদ্যাজ্যোতি প্রকল্পে নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, সমগ্র শিক্ষা অভিযানে জেলা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৬০০ টাকা। তাছাড়া সমগ্র শিক্ষা অভিযানে পশ্চিম বকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নির্মাণে ব্যয় হবে ৬ কোটি ৬৭টি লক্ষ টাকা এবং শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নির্মাণে ব্যয় হবে ৮ কোটি ৬৭ লক্ষ টাকা।
এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, উন্নত মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষায়। গুণগত শিক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গুণগত শিক্ষা সম্প্রসারণের জন্য রাজ্যে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুল স্থাপন করা হচ্ছে। তারমধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় রয়েছে ১২টি।
তাঁর দাবি, এখন শহর এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে মফস্বল এলাকার ছাত্রছাত্রীরাও মেধা তালিকায় স্থান করে নিচ্ছে। তিনি বলেন, ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কল্যাণে সরকার কাজ করছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয়েছে। প্রতি ঘরে সুশাসন অভিযানে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে কেন্দ্রীয় সামাজিক ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দাবি করেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেই ত্রিপুরায় গুণগত শিক্ষার প্রসারে এনসিইআরটি পাঠক্রম চালু করেছে। শিক্ষা ব্যবস্থাতেও ত্রিপুরায় অনেক পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের জেলা ও মহকুমাগুলিতেও ইংরেজি মাধ্যম স্কুলের পড়াশুনার সুযোগ অনেক বেড়েছে। এর সুফল পাচ্ছে ত্রিপুরার ছাত্রছাত্রীরা।
