কাছাড় (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার পালংঘাটে মোটর সাইকেল ও অল্টো কারের মুখোমুখি সংঘর্ষ । সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন মোটর সাইকেল চালক ।ঘটনাটি হয়েছে আজ রবিবার দুপুর বারোটার দিকে । জানা গেছে যে, কাছাড় জেলার ধলাই থানা এলাকার কাবুগঞ্জ আমড়াঘাট সড়কের পালংঘাট সোমবারি বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনাটি হয়েছে।
স্থানীয়দের বক্তব্য মতে, এএস ১১ এ ৪২২৬ নং যুক্ত অল্টোকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এএস ১১ জে ৯১৮০ নং যুক্ত মোটর সাইকেলের । এতে সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় মোটরসাইকেলটি । অল্টো কারের সম্মুখভাগ ধূমড়েমুছড়ে যায় । সংঘর্ষের বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পালংঘাট পুলিশ । এরপর ১০৮ এম্বুলেন্স করে আহত যুবককে চিকিৎসার জন্য পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে । দুর্ঘটনাগ্রস্ত অল্টো কার সহ মোটর সাইকেল জব্দ করেছেন পালংঘাট পুলিশ ।

