ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। রঞ্জি প্রস্তুতি শিবিরে ডাকা হলো ৯ জন ক্রিকেটারকে। নির্বাচিত ক্রিকেটারদের আগামীকাল এম বি বি স্টেডিয়ামে কোচের কাছে রিপোর্ট করতে বলেছেন টি সি এ সচিব তাপস ঘোষ। এদিকে জোরকদমে চলছে রণজির প্রস্তুতি শিবির। শনিবার রাজ্যে আসলেন কোচ ভাস্কর পিল্লাই। ঘরের মাঠে মরশুমে প্রথম ম্যাচ খেলবে ত্রিপুরা। ১৩ ডিসেম্বর থেকে। অনূর্ধ্ব-২৫ আসরে দুরন্ত খেলার সুবাদে বেশ কয়েকজনকে ডাকা হলো রণজির প্রস্তুতি শিবিরে। ক্রিকেটাররা হলেন:অর্কপ্রভ সিনহা, শ্রীদাম পাল, শঙ্কর পাল, কৌশল আচার্য, দেবপ্রসাদ সিনহা, রিমন সাহা, বিক্রম দেবনাথ, পল্লব দাস এবং সন্দীপ সরকার।
2022-12-03