প্রয়াত ওড়িয়া চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস

কটক, ২ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত হলেন ওডিশা চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী ঝর্ণা দাস ৷ বৃহস্পতিবার গভীর রাতে কটকের চন্ডি রোডের বাড়িতে তিনি মারা যান ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। ‘আমাদা বাটা’, ‘মালাজানহা’-র মত প্রখ্যাত ওড়িয়া ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল সকলকে ৷ অল ইন্ডিয়া রেডিয়ো-র শিশু শিল্পী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ঝর্ণা ৷ তাঁর মৃত্যুতে শোকাহত বিনোদন জগত ৷ এই প্রখ্যাত অভিনেত্রীর জন্ম ১৯৪৫ সালে ৷ দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন ৷ অবশেষে বৃহস্পতিবার রাতে তিনি প্রয়াত হন।

দীর্ঘদিন ধরে ওড়িয়া বিনোদন জগতের এক পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী ঝর্ণা দাস ৷ ঝর্ণা অভিনয় করেছেন বহু ক্লাসিক চলচ্চিত্রে ৷ বড়পর্দা এবং ছোটপর্দা দুই ক্ষেত্রেই সমান ভাবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন ৷ ছোটবেলা থেকে অল ইন্ডিয়া রেডিয়ো-র সঙ্গে তো তিনি যুক্ত ছিলেনই, এরপর দূরদর্শনেও অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন তিনি ৷ শুধু তাই নয় অভিনয় করেছেন ছোট পর্দার বহু অনুষ্ঠানেও ৷
তাঁর অভিনয় প্রতিভা ২০১৬ সালে তাঁকে ‘গুরু কেলুচরণ মহাপাত্র’ পুরস্কারও এনে দেয় ৷ অভিনয়ের পাশাপাশি পা রেখেছিলেন পরিচালনাতেও ৷ বিখ্যাত ওড়িয়া রাজনীতিবিদ শ্রী হরেকৃষ্ণ মাহাতাবের উপর একটি জীবনীমূলক তথ্যচিত্রও পরিচালনা করেছিলেন ঝর্ণা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *