কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : ডিসেম্বর-হুঁশিয়ারি এখনও আছে। ‘ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত ভিতরে ঢুকবে’, বলে দিনকয়েক আগেই হুঙ্কার ছেড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। “টাইম আসছে গোটা তৃণমূল সরকার কাঁপবে। এই সরকারের আয়ু আর বেশিদিন নেই”, বলে গত মাসে তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সেই সুরেই তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি।
শুধু তা-ই নয়, রাজ্য বিজেপির সভাপতির মুখে আরও একবার উঠে এসেছে ডিসেম্বর-তত্ত্ব। তিনি বলেন, “ডিসেম্বর এসেছে, সরকার কাঁপছে। ২০২৪-এ লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হলে অবাক হবেন না।” এর পাশাপাশি অনুব্রতর ভাষায় হুঁশিয়ারি দিয়ে সুকান্ত বলেন, “একপক্ষের খেলা হবে না, ভয়ঙ্কর খেলা হবে।”
এদিকে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শুক্রবার সেই অভিযোগেই পুলিশকে একহাত নেন রাজ্য বিজেপির সভাপতি। “পুলিশ তৃণমূলের পিছনে ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের অপমান হলেও পুলিশ নীরব থাকছে। পুলিশ সরে গেলে ১৫ মিনিটে তৃণমূল সাফ হয়ে যাবে”, বলে হুঁশিয়ারি দেন তিনি।